সলতে-প্রদীপ (৩১ অক্টোবর, ২০১৬)

diya
সলতে-প্রদীপ এক হয়েছে, আঁধার তবু বাড়ি,
তেল-আগুনে ঝগড়া ভীষণ, হপ্তা জুড়ে আড়ি।
হপ্তা জুড়ে আড়ি এমন, এই আছে এই নেই,
বলতে বসে গোপন কথা, হারাচ্ছে স্রেফ খেই!

খেই যদি ভাই হারাবিই সেই, কথা কেন শুরু?

স্টেথোস্কোপে জানল কবেই, মনের দুরুদুরু?

‘মন চেয়েছে’ দোহাই দিয়ে ফাঁকি কাকে দেবে?
প্রশ্ন তোমার জবাব চেয়ে… বাসি-ই শুধু হবে।

বাসি দ্যাখো হল কত, গল্প তোমার আমার।
রক্ত ঝরায় লক্ষ ক্ষত, হুকুমই নেই থামার।

সলতে-প্রদীপ এক হয়েছে, আঁধার তবু বাড়ি,
তেল-আগুনে ঝগড়া ভীষণ, হপ্তা জুড়ে আড়ি।

তেল-আগুনে এক হবে ঠিক, ঠোঁট ফুলিয়েই সই,
ঝগড়া ভুলে একজনা কেউ, বলেই দেখুক “ওই!”

Leave a comment